ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


দুদকের তলবে সময় চান লা মেরিডিয়ানের আমিন


২৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:২৬

অবৈধ সম্পদ অর্জন ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে লা-মেরিডিয়ানের মালিক আমিন আহম্মেদকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হলে তিনি হাজির হতে এক মাস সময় চেয়েছেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য নতুন সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) আমিনের দুদকে হাজির হওয়ার নোটিশ ছিল।

দুদক সূত্রে জানা যায়, হোটেল ব্যবসার আড়ালে বিভিন্ন ব্যবসা ও সরকারী সম্পত্তি আত্মসাতের মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ রয়েছে আমিনের বিরুদ্ধে। এছাড়া নোয়াখালির সুবর্নচর এলাকায় ৭০০ একর খাস জমি দখল করেছেন তিনি। হোটেল ব্যবসার আড়ালে শত শত কোটি টাকা বিদেশে পাচার করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গত ১৯ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক মোশারফ হোসেন মৃধার সই করা এক নোটিশে আমিন আহম্মেদকে আজ (২৭ সেপ্টেম্বর) দুদকে হাজিরা দিতে বলা হয়েছিল।

আইএমটি