কে হচ্ছেন পরবর্তী অর্থমন্ত্রী?

অর্থমন্ত্রী আবুল মাল মুহিত নির্বাচন না করা কিংবা মন্ত্রী না থাকার কথা বলার কারণে আগামীতে অর্থমন্ত্রী না থাকার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। এমনকি তিনি আর নির্বাচনেও অংশগ্রহণও করবেন না। এ অবস্থায় আলোচনা এসেছে, কে হচ্ছেন দেশের পরবর্তী অর্থমন্ত্রী।
সেই সাথে, অর্থমন্ত্রী হিসেবে সম্ভাব্য যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আবদুল মোমেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন উল্লেখযোগ্য।
সংশ্লিষ্ট সূত্রমতে, অর্থমন্ত্রী আবুল মাল মুহিত এর আগেও নির্বাচন না করা কিংবা মন্ত্রী না থাকার কথা বললেও তিনি পরবর্তীতে সবই করেছেন। কিন্তু এবারের বিষটা একটু ভিন্ন। তার জায়গাতে ছোট ভাই আবদুল মোমেন নির্বাচন করবেন এমন আভাসও দিয়েছেন তিনি। ঐ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন ও আওয়ামী লীগ নেতা মিসবাহ উদ্দিন সিরাজের নাম এসেছে। তবে অর্থমন্ত্রী বলেছেন, ঐ নাম দুটি এখন ইউজলেস।
পরবর্তী অর্থমন্ত্রী হিসেবে বর্তমান পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এগিয়ে রয়েছেন বলে সূত্র জানায়। বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দায়িত্ব পালনকালে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি, ব্যাংকিং খাতে হলমার্ক, বেসিক, বিসমিল্লাহ, এ্যাননটেক্সের মতো কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। এ অবস্থায় অর্থমন্ত্রী হিসেবে বর্তমান পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বিবেচনায় এগিয়ে রয়েছেন।
পরিকল্পনা মন্ত্রণালয়ে তার সাফল্যের জন্যই তিনি আলোচনায় চলে আসেন। মেধার স্বীকৃতি হিসেবে শিক্ষাজীবনেই তিনি লোটাস উপাধি পেয়েছিলেন।
এসএমএন