৩০ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মিসেস মুক্ত হক (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
বুধবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিলের এজিবি কলোনী কাঁচাবাজার সংলগ্ন এলাকা থেকে একই দিন সকাল ১০টায় ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব-৩।
গ্রেপ্তারকৃত নারী নড়াইল জেলার লোহাগড়া থানাধীন মৌলভী ধানাইর এলাকার ইমদাদুল হকের স্ত্রী। বর্তমানে তিনি গাজীপুরে বসবাস করতেন।
র্যাব জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে জানায়, গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তিনি ঢাকা থেকে বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসছিলেন।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র্যাব।
একেএ