১২ লাখ টাকার সিগারেট জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এসব সিগারেটগুলো ৪১ হাজার ২ শত শলাকায় পাওয়া যায়।
বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) মধ্যরাতে কুয়েত থেকে কেইউ ২৮২ ফ্লাইটে শাহজালালে আগত এসব সিগারেট জব্দ করা হয়। যা মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ২০৬ কার্টনে পাওয়া যায়।
মহাপরিচালক ড. শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২নং ব্যাগেজ বেল্ট থেকে ২টি লাগেজ মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় শুল্ক গোয়েন্দা জব্দ করে। পরে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে লাগেজগুলো খুলে ২০৬ কার্টুনে ৪১ হাজার ২ শত শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়। সিগারেটগুলো ডানহিল এবং ৩০৩ ব্র্যান্ডের।
শুল্ককরসহ আটককৃত এসব পণ্যের মূল্য প্রায় ১২ লাখ ৩৬ হাজার টাকা।
জব্দকৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও শুল্ক গোয়েন্দার মহাপরিচালক জানান।
একেএ