ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


শাহজালালে যাত্রীর পেট থেকে ইয়াবা উদ্ধার


২৭ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৩৩

ইয়াবা উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাহাঙ্গীর আলম ও জিয়াউর রহমান নামের দুই যাত্রীর পেটের ভেতর থেকে ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। 
 
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এ সময় তাদের হেফাজত থেকে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। 
 
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহা-পরিচালক ড. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 
 
তিনি জানান, কক্সবাজার থেকে বিকিউ- ৯৩২ ফ্লাইটে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় আগত ওই যাত্রীদের গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। পরে জাহাঙ্গীরের রেক্টাম থেকে ৪০ টি প্যাকেটে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অপরদিকে জিয়াউর রহমানের লিখিত বক্তব্যে জানায়, তার পেটের মধ্যে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে। 
 
ডিজি বলেন, তাদেরকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা থাকার ষিয়টি অস্বীকার করে। কিন্ত তাদের শারীরিক লক্ষণে ইয়াবা থাকার বিষয়টি সুস্পষ্ট ছিল। পরে জাহাঙ্গীরকে শুল্ক গোয়েন্দা অফিসে নিয়ে রুটি, কলা ও প্যাকেট জুস খাওয়ানো হয়। পরে টয়লেটের অভ্যন্তরে বিশেষ কায়দায় পায়ুপথ দিয়ে একে একে ৪০ টি ছোট প্যাকেট বের করে নিয়ে আসেন তিনি। 
 
আটককৃত ওই যাত্রীদেরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। 
 
তাদের কাছ থেকে জব্দকৃত ইয়াবার মূল্য বিশ লাখ টাকা বলেও ডিজি জানিয়েছেন।  
 
একেএ