ফারমার্স ব্যাংকের ৬ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ব্যাংক একাউন্টে ৪ কোটি টাকা জমা হওয়ায় অভিযুক্ত ফারমার্স ব্যাংকের এমডি একেএম শামীমসহ ৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় তলবকৃত ৬ জন দুদকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হয়েছেন। নতুন সময়কে বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) এক নোটিশে অভিযুক্তদের তলব করেন দুদকের পরিচালক ও অভিযোগ তদন্তকারী সৈয়দ ইকবাল হোসেন। তলবের পরেই আজ ৬ কর্মকর্তা হাজিরা দিতে এলেন।
তলব করা বাকি কর্মকর্তারা হলেন, এক্সিকিউটিভ অফিসার উম্মে সালমা, অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও সাবেক ক্রেডিট ইনচার্জ শফিউদ্দিন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট ও সাবেক ম্যানেজার (অপারেশন) লুতফুল হক, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সাবেক হেড অব বিজনেস গাজী সালাউদ্দীন ও ফার্স ভাইস প্রেসিডেন্ট কুমার রায়।
তলবি নোটিশে বলা হয়, ফারমার্স ব্যাংক থেকে ব্যবসায়ী নিরঞ্জন চন্দ্র সাহা এবং মোহাম্মদ শাহজাহান ভুয়া কাগজপত্র দেখিয়ে একই দিনে ২ কোটি করে ৪ কোটি টাকা উত্তোলন করেন। ওইদিনই তারা টাকাগুলো পে-অর্ডারের মাধ্যমে রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ন ব্যক্তির অ্যাকাউন্টে জমা দেন। এরপর সেই অ্যাকাউন্ট থেকে একই দিন টাকাগুলো তুলে আত্মসাত করা হয়।
যদিও দুদক তার নোটিশে কোথাও সাবেক বিচারপতি এসকে সিনহার নাম উল্লেখ করেনি। তবে ২৪ সেপ্টেম্বর দুদক চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ৪ কোটি টাকা নিয়ে অনুসন্ধান চালাচ্ছে দুদক। তবে বিষয়টি সেনসেটিভ ও এমন ব্যক্তির সঙ্গে জড়িত যে তা নিয়ে মন্তব্য করা দুদকের জন্য বিব্রতকর।
আইএমটি