যারা উন্নয়ন করে তাদের ভোট দেবেন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, প্রতিটা দলেরই এমন মানুষকে নির্বাচনে মনোনয়ন দেওয়া উচিত যে সৎ, আদর্শবান এবং যাকে ভোট দিলে জনগণের কল্যাণ হবে, দেশ এগিয়ে যাবে। দেশের মানুষকে উদ্দেশ্য করে তিনি বলেন, অতীতে কোন দল উন্নয়ন করেছে সেটা আপনারা ভালো করেই জানেন। যারা উন্নয়ন করেছে তাদেরই নির্বাচনে আপনারা ভোট দেবেন।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন রাষ্ট্রপতি।
হাওরের উন্নয়ন বিষয়ে আবদুল হামিদ বলেন, আমি অনেক কিছুই স্বপ্ন দেখি। তবে ঘুমিয়ে বা দিবাস্বপ্ন নয়। আমি চিন্তায় স্বপ্ন দেখি, ভাবনায় স্বপ্ন দেখি, ভবিষ্যতের স্বপ্ন দেখি। হাওরের মানুষ একসময় রাস্তা দিয়ে চলাচল করতে পারবে, তা ভাবতেও পারেনি। আমি হাওরবাসীর সে স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছি।
স্মৃতি হাতড়ে রাষ্ট্রপতি বলেন, হাওরে আমি শৈশব-কৈশোর-যৌবন কাটিয়েছি। হাওরবাসী বারবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সে কারণেই আজ আমি রাষ্ট্রপতি হতে পেরেছি। আর আমিও শেকড়ের কথা ভুলিনি। তাই বারবার ছুটে আসি এখানে। আমার সারাজীবনের স্বপ্ন ছিল হাওর এলাকাকে কিভাবে সারাবিশ্বে পরিচিত করানো যায়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য দিলারা বেগম আসমা প্রমুখ।
এসএ