ঐক্য প্রক্রিয়ার পরে অসহ্য: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকার কাউকে সহ্য করতে পারছে না। জাতীয় ঐক্য প্রক্রিয়ার প্রথমে বললো ভালো, ঐক্য প্রক্রিয়া ঘোষণার দুই-তিন দিন যাওয়ার পর সরকারের কাছে সেটা অসহ্য হয়ে গেছে।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম-৭১ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জাতীয় ঐক্য প্রক্রিয়ায় যারা আছেন তারা দুর্নীতিবাজ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর জাতীয় ঐক্যের জনপ্রিয়তা আরও বাড়বে দাবি করে মওদুদ বলেন, প্রথমে জাতীয় ঐক্য প্রক্রিয়াকে তারা স্বাগত জানালো। কিন্তু পরে আবার বললো এই ঐক্য প্রক্রিয়ায় যারা আছে তারা সবাই দুর্নীতিবাজ, সুদখোর। যাদেরকে নিয়ে ঐক্য করেছে তারা জনগণের জন্য কিছু করতে পারবে না। প্রধানমন্ত্রীর কাছে থেকে এধরনের বক্তব্য কখনোই কাম্য নয়। তিনি এই ধরনের বক্তব্য আগেও দিয়েছেন, এখনো দিচ্ছেন। এ থেকে একটা জিনিস প্রমাণিত হয় এই সরকার আতংকিত হয়েছে। এই সরকার বিচলিত হয়েছে। জাতীয় ঐক্য প্রক্রিয়ায় তাদের গাত্রদাহ হচ্ছে।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, পহেলা অক্টোবর থেকে রেডি হয়ে যান, আমাদের জাতীয় ঐক্য প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে হবে। কারণ এই স্বৈরাচারী সরকারকে অপসারণ করতে হলে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। মাঠে নামতে হবে। জনগণের জোয়ার এই সরকারকে দেখাতে হবে। আমরা এবার খালি মাঠে গোল দিতে দিব না।
বিএনপি নেতাদের বিরুদ্ধে ভৌতিক মামলার কথা উল্লেখ তিনি আরো বলেন, কোনো ঘটনাই ঘটে নাই। থানার এসআই'রা সুন্দর করে মামলা করে রাখে। মৃত ব্যক্তির নামে মামলা, হজ করতে গেছে এমন মানুষের নামে মামলা। কোনো মামলায় ঘটনা হওয়ার দরকার নাই। গত ২১ দিনে ৪ হাজার মামলা দিয়েছে । ৩ লাখ ৩১ হাজার আসামি করা হয়েছে। আর কত নীচে নামবে আওয়ামী লীগ। এটা একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছে এর প্রমাণ হলো এই মামলাগুলো।
একেএ