ট্রাক চালকের ঘুমে গেল ৫ প্রাণ

চালকের ঘুমের কারণে সড়কে ঝরল ৫ প্রাণ। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল ছয়টা, মিরসরাই উপজেলার ঠাকুরদীঘি বাজারে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে বেশকিছু সিএনজি অটোরিকশার চালক। হঠাৎ একটি ট্রাক ছুটে এসে চাপা দিল তাদের।
এতে ঘটনাস্থলেই প্রাণ গেল ৩ অটোরিকশার চালকসহ ৪ জন। এছাড়াও চমেক হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আর একজন অটোরিকশার চালকের। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ট্রাক চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন। ঘাতক ট্রাক চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
ঘটনার পর মিরসরাই ও কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শামছুল আলম জানান, লাশগুলো স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে। ট্রাক চালককে স্থানীয়রা জোরারগঞ্জ থানা পুলিশে দেওয়া হয়েছে।
নিহতরা হলেন, সিএনজি অটোরিকশা চালক শাহ আলম ( ৪০), দিদারুল আলম ( ৩৫), কামরুল ( ৪৫), মোশারফ ( ২৬) এবং অটোরিকশার যাত্রী মহিউদ্দিন ( ৬০)। আহত হয়েছেন অটোরিকশা যাত্রী ২ আপন ভাই লিটন ( ২৫), সোহেল ( ২২) আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ভোর ছয়টার দিকে ঠাকুরদীঘি ঝুলনপোল লাইনের অটোরিকশা স্ট্যান্ডে চালকরা যাত্রীর জন্য অপেক্ষায় করছিলেন। এ সময় ঢাকামুখী কয়েল বোঝাই একটি ট্রাক মহাসড়কের পশ্চিম পাশে গিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৪জন মারা যান এবং অপর জন হাসপাতালে যাওয়ার পথে সীতাকুণ্ডে মারা যায় ।
এসএমএন