ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


স্বাভাবিক হয়নি শিমুলিয়া-কাঁঠালবাড়ী ফেরি চলাচল


২৫ সেপ্টেম্বর ২০১৮ ২০:৫৭

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে নাব্য নিরসনে ড্রেজিং কাজ চলমান থাকায় সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। লৌহজং টার্নিং পয়েন্টে ডুবোচরে ফেরি আটকে যাওয়ার পর থেকে কিছু দিন ধরেই ফেরি চলাচল ব্যহত হচ্ছে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক হয়নি। তবে কাঁঠালবাড়ী ঘাট থেকে ছোট ফেরি পরীক্ষামূলকভাবে শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এদিকে একটি কে-টাইপ ফেরি শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে যায়।

উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া ছোট ফেরি দু’টি নির্বিঘ্নে ঘাটে পৌছালেই অন্যান্য ফেরি চলাচল শুরু করা হবে। ফেরি দু’টিকে মূলত নৌরুটের অবস্থা জানার জন্য পরীক্ষামূলকভাবে ছাড়া হয়েছে বলে জনান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূ্ত্রে জানা যায়, চলতি বছর রোজার ঈদ থেকেই কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকট দেখা দিয়েছে। এর পর বিভিন্ন সময়ে কয়েকঘণ্টা করে নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকতো। তাছাড়া নাব্য সঙ্কটের কারণে রোরো ও ডাম্প ফেরি চলাচলও বন্ধ রয়েছে। ড্রেজিংয়ের মাধ্যমে নৌরুট সচল করা হলেও কিছুদিনের ব্যবধানে আবারও নাব্যতা সঙ্কট দেখা দেয়। ফলে এ রুটের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। পদ্মা পার হওয়ার অপেক্ষায় দিনের পর দিন পণ্যবাহী পরিবহন ঘাটে আটকে থাকছে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, ‘সোমবার থেকে বন্ধ থাকা নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টের অবস্থা বোঝার জন্য আমরা উভয় ঘাট থেকে পরীক্ষামূলক ভাবে দু’টি ফেরি ছড়া হয়েছে। ফেরি দু’টি স্বাভাবিকভাবে ঘাটে পৌঁছালে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।’

আইএমটি