বহুদিন রোদ-বৃষ্টি দেখি না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, রাষ্ট্রীয় প্রটোকলের কারণে ইচ্ছে করলেই বঙ্গবভন থেকে বের হতে পারি না। কোনো আত্নীয়ের বাসাতেও যেতে পারি না। কত দিন রোদ-বৃষ্টি দেখি না। অষ্ট্রগ্রামে এসেছি দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম।
নাগরিক কমিটি আয়োজিত এই গণসংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দারী বাচ্চুর সভাপতিত্বে রাষ্ট্রপতি বলেছেন, সকল রাজনৈতিক দল থেকে সৎ, চরিত্রবান ও যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়া উচিত। অসৎ ব্যক্তিরা নির্বাচিত হলে দেশের কোন উন্নয়ন হবে না। যারা টি আর, কাবিখার টাকা, গম, চাল মেরে খায়; সে যদি আমার ছেলেও হয়, তাদের ভোট দিবেন না।
বিকেলে গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মেদ তৌফিক, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এড. সোরহাব উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মোঃ আফজল হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রশাসনের উদ্ধতন কর্মকর্তাবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে অষ্ট্রগ্রাম-মিটামইন সড়কসহ ৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন রাষ্ট্রপতি। এর আগে ৫ দিনের সফরে রাষ্ট্রপতি (২৪ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টায় হেলিকপ্টারযোগে অষ্ট্রগ্রাম হেলিপ্যাডে অবতরণ করেন। এ সময় অষ্ট্রগ্রাম ডাক বাংলো চত্বরে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এসএমএন