ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


অমিত শাহের ‘উইপোকা’র কড়া জবাব ইনুর


২৫ সেপ্টেম্বর ২০১৮ ০৫:০৯

ভারতের আসামে অবস্থানরত বাঙালিদের বাংলাদেশি আখ্যা দিয়ে তাদের ‘উইপোকা’ বলে সম্বোধন করেছিলেন দেশটির ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ। তার এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অমিত শাহের বক্তব্যকে অবাঞ্ছিত বলে মন্তব্য করেন ইনু।

সোমবার (২৪ সেপ্টেম্বর) দ্য হিন্দু ও এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রতিক্রিয়া জানান ইনু।

তথ্যমন্ত্রী বলেন, অমিত শাহ বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কথা বলার যোগ্য নন।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ঢাকাকে আশ্বস্ত করেছেন যে, আসামে জাতীয় নিবন্ধন ছাড়া জনগণকে বাংলাদেশে পাঠানো হবে না।

প্রসঙ্গত, গত শনিবার রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার গঙ্গাপুরে এক জনসভায় বিজেপি সভাপতি বলেছিলেন, বাংলাদেশি অভিবাসীরা ‘উইপোকার’ মতো এবং ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেয়া হবে।

এসএ