ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


ডিএনসিসির প্যানেল মেয়র-১ আর নেই


২২ সেপ্টেম্বর ২০১৮ ২০:৪৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র-১ মো. ওসমান গণি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন এবং তার হয়েছিল ৬৯ বছর।

মেসবাহুল ইসলাম বলেন, ওসমান গণির লাশ দ্রুত দেশে আনা হবে।

এসএমএন