রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন সেনা প্রধান

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) কক্সবাজারের উখিয়ার বালুখালী-২ রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। এ সময় তিনি বাস্তচ্যুত মিয়ানমারের নাগরিকদের খোঁজ-খবর নেন ও ক্যাম্প এলাকা ঘুরে দেখেন। এ সময় সেনাপ্রধান তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও সেনাবাহিনী প্রধান কক্সবাজার এরিয়া পরিদর্শনকালে কক্সবাজার জেলার খুরুশকুল এলাকায় নির্মাণাধীন বিশেষ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে যান। প্রকল্পটি ঘুরে দেখে এর কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন তিনি।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২৭ মার্চ বাংলাদেশ সেনাবাহিনীকে এই প্রকল্পের দায়িত্ব দেয়া হয়। এ প্রকল্পের আওতায় ‘শেখ হাসিনা টাওয়ার’ নামে একটি ১০ তলা ভবন এবং ১৩৯ টি ৫ তলা ভবন নির্মাণ করা হবে। আবাসন সুবিধা ছাড়াও এই প্রকল্পের আওতায় স্কুল, মসজিদ, মন্দির নির্মিত হবে।
এমএ