রাজধানীতে ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেপ্তার

রাজধানীর রামপুরা থেকে ছিনতাকারী চক্রের বশির আহম্মেদ (৩৫) নামে এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাব-৩ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
র্যাব জানায়, প্রবাসী সোহরাব প্রধান নামের এক ব্যক্তি মালয়েশিয়া হতে ঢাকা শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে ইমিগ্রেশনের যাবতীয় কার্যকলাপ শেষে গত ১৪ সেপ্টেম্বর ভোর ৫টায় নিজ বাড়িতে যাওয়ার জন্য বশির আহম্মেদ (৩৫) এর ভাড়ায় চালিত প্রাইভেট কারটি (যার নম্বর ঢাকা মেট্টো গ-২৭-১২০৬) ভাড়া করেন। উক্ত গাড়িটি কুড়িল বিশ্ব রোড এলাকায় আসার পর উক্ত গাড়ীর চালক সোহরাব ও তার স্ত্রীকে বলে, গাড়ীর ইঞ্জিনে সমস্যা হয়েছে, আপনারা একটু গাড়ী থেকে নেমে দাঁড়ান। এমতাবস্থায় তারা গাড়ী থেকে নামার পর উক্ত গাড়ীর চালক ছুরি দেখিয়ে তাদেরকে মেরে ফেলার ভয় দেখিয়ে গাড়িতে রক্ষিত ব্যাগ ও কার্টুন নিয়ে ড্রাইভার দ্রুত গতিতে গাড়ী চালিয়ে কুড়িল বিশ্ব রোডের দিকে চলে যায়।
এ বিষয়ে বাদী র্যাব-৩ এর নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে র্যাব-৩ গোয়েন্দা কার্যক্রম শুরু করে।
পরে র্যাব-৩ এর একটি আভিযানিক দল মঙ্গলবার সকাল ৬টায় রামপুরা থানাধীন মৌলভীরটেকের ২৭/৪/১ নস্বর বাসায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী বশির আহম্মেদকে (৩৫) গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে লুন্ঠিত মালামালগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া বশির আহম্মেদ পটুয়াখালীর মির্জাগঞ্জ থানাধীন শ্রীনগরের আঃ রশিদের ছেলে।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উপরোক্ত ঘটনা স্বীকার করেন। তিনি আরো জানান, ইতিপূর্বে তিনি এইভাবে দীর্ঘদিন যাবৎ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ছিনতাই কার্যক্রম করে আসছিলেন।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র্যাব।
একেএ