কারাফটক থেকে ফিরে গেলেন খালেদার আইনজীবীরা

বিএনপির কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে না পেরে কারাফটক থেকে ফিরে গেলেন তার দুই আইনজীবী।
মঙ্গলবার (১৮সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টায় নাজিমউদ্দিন রোডের পুরানো কারাগারে যান আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এবং সানাউল্লাহ মিয়া।
আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, আমরা গিয়ে সেখানে এক ঘণ্টা অপেক্ষা করেছিলাম। কারা কর্তৃপক্ষ আমাদের বলেছেন, আজ দেখা হবে না। আগামী (২০ সেপ্টেম্বর) মামলার তারিখ নির্ধারণ ছিল। আমাদের দেখা করতে না দিলে আমরা কীভাবে আদালতকে সহযোগিতা করবো।
তিনি বলেন, আমরা আবারো আগামীকাল দেখা করতে আসবো। যদি না পারি সেটা আদালতকে জানাবো।
একেএ