ঢাকা শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৯ই ভাদ্র ১৪৩২


অপরাধ করে কেউ পার পাবে না - র‍্যাব ডিজি


২৯ সেপ্টেম্বর ২০১৯ ০৫:০৫

ছবি-নতুনসময়

র‍্যাবের মহা-পরিচালক বেনজির আহমেদ বলেছেন, বর্তমান সরকার আইন শৃংখলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের মাধ্যমে দেশকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশে জঙ্গীবাদ মাথা ছাড়া দিয়ে উঠার আগেই সরকার জিরো টলারেন্স নীতি গ্রহন করায় জঙ্গীবাদকে নির্মূল করা সম্ভব হয়েছে। বর্তমান সরকার মাদক, সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক আইন শৃংখলা বাহিনী নিরলসভাকে কাজ করে যাচ্ছে। অপরাধী অপরাধীই। অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধীরা যে দলেই হোক বা যতই প্রভাবশালী হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, শুধুমাত্র আইন শৃংখলা বাহিনী দিয়ে দেশ থেকে চিরতরে জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক এবং দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। এ জন্য তিনি জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক এবং দুর্নীতি নির্মূলে জনগনকে এগিয়ে আসার আহবান জানান।

তিনি শনিবার বিকালে স্থানীয় পাবলিক হলে নেত্রকোনা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত জঙ্গীবাদ, সন্ত্রাস এবং মাদক বিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন।

নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সীর সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন প্রাবান্ধক অধ্যাপক যতীন সরকার, ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত ডিআইজি আক্কাছ উদ্দিন ভূঁইয়া, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সম্পাদক পুলিশ সুপার প্রলয় জোয়ারদার এবং মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমিন প্রমূখ।