ঢাকা শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৯ই ভাদ্র ১৪৩২


অস্ত্র মহড়ার ভিডিওকে অপপ্রচার বললেন হুইপপুত্র শারুন


২৮ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৪৭

জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর পুত্র ও বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ বিষয়ক উপ-কমিটির সদস্য নাজমুল করিম চৌধুরী শারুনের অস্ত্র মহড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর এ নিয়ে রাজনৈতিক সামাজিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। তবে এ ভিডিওকে অপপ্রচার বলে দাবি করেছেন জমুল করিম চৌধুরী শারুন। বহু জাতীয় পত্রিকার অনলাইন ও পোর্টালে এ ভিডিও ভুলভাবে প্রচার করায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় শরিুন তার নিজের ফেসবুক আইডিতে এ ভিডিও পোষ্ট করেন। পাঠকদের জন্য শারুনের পোষ্ট হুবহু তুলে ধরা হল।

“নোংরামী আর অপপ্রচার আর কত ? আমি গত বছর বিশ্বকাপ শেষ রাশিয়াতে একটি শুটিং রেন্জে এই AK 47 দিয়ে শুটিং করি। একটি বিশেষ কুচক্রী মহল ও মাফিয়াগোষ্ঠি আমাদের পরিবারের বিরুদ্ধে পরিকল্পিত প্রোপাগান্ডার অংশ হিসেবে এই ভিডিওটি দিয়ে জনগনকে বিভ্রান্ত করার চেস্টা করছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনার জাতির বিবেক, দয়া করে কোন কুচক্রীমহলের ষড়যন্ত্রে আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না। বিজয় আমাদের হবেই ইনশাল্লাহ। মেঘ দিয়ে সূর্যকে বেশিক্ষন ঢেকে রাখা যায় না। সত্যকে মিথ্যা দিয়ে চেপে রাখা যায় না।”

 

নতুনসময়/আইকে