ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


খালেদার সঙ্গে দেখা করতে কারাগারে আইনজীবীরা


১৮ সেপ্টেম্বর ২০১৮ ২২:০১

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
বিএনপির কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আজ মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কারাগারে গেছেন তার আইনজীবীরা।
 
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান এ তথ্যটি নতুনসময়কে নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, ম্যাডামের আইনজীবীরা বিকেলে ৩টায় কারাগারে তার সঙ্গে দেখা করতে গেছেন। এজে মোহাম্মাদ আলী, মাসুদ আহমেদ তালুকদার এবং সানাউল্লাহ মিয়া এই তিন জন আইনজীবী খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে নাজিম উদ্দিন রোডের সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করতে গেছেন। 
 
তারা সেখানে খালেদা জিয়ার সঙ্গে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাসহ অন্যান্য মামলা নিয়ে কথা বলবেন।
 
একেএ