তাজিয়া মিছিলে ছুরি-তলোয়ার নিষিদ্ধ

পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে জিঞ্জির, দা, ছুরি, তলোয়ার ও লাঠি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজধানীর হোসনি দালানের ইমামবাড়ায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, আগামী (২১ সেপ্টেম্বর) পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও মিছিলকে ঘিরে সর্বোচ্চ সর্তকতা জারি করা হয়েছে। এই মিছিলকে ঘিরে বিশেষ ভাবে কাজ করবে সোয়াট টিম, ক্রাইম সিম, বোম ডিসপোজাল ইউনিট ও ডগস্কোয়াড। কাউন্টার টেরোরিজম ইউনিট এবং গোয়েন্দারা সব সময় নিয়োজিত থাকবে। নিরাপত্তার স্বার্থে সকলকে তল্লাশী পেরিয়ে যেতে হবে। বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা ও পুলিশের কড়া নজরদারি থাকবে। আইনশৃঙ্খলায় নিয়োজিত সকল বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা হবে।
আছাদুজ্জামান মিয়া বলেন, তাজিয়া মিছিলে জিঞ্জিরা, দা, ছুরি, তলোয়ার, ঢোল, লাঠি খেলা, আগুন খেলা ইত্যাদি নিয়ে মিছিলে অংশগ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। আতশবাজি, ঢাকঢোল, বাদ্যযন্ত্রও ব্যবহার করতে দেয়া হবে না। এমনকি হ্যান্ড ব্যাগ, টিফিন ক্যারিয়ারও বহন করতে পারবে না বলে জানান তিনি। মিছিলটি যে রাস্তা দিয়ে যাবে তার পাশে কোন মেলা বসতে দেওয়া হবে না। জনসাধারণের নিরাপত্তা জন্য এসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরো বলেন, হোসনি দালান, বিবিকা রওজাসহ রাজধানীতে মিছিল যাবার প্রত্যেকটি পথে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে।
এ সময় সংবাদ সন্মেলনে আরো উপস্থিত ছিলেন কাউন্টার টেরোরিজম প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, কৃঞ্চপদ রায়, যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম, মফিজ উদ্দিন আহমেদ, উপ-কমিশনার(সিটি) প্রলয় কুমার জোয়ার্দার, উপ-কমিশনার ডিএমপি মাসুদুর রহমান, রেজাউল করিম, ওবায়দুর রহমান প্রমুখ।
আইএমটি