ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


খালেদার চিকিৎসার রিপোর্ট দিবে রোববার 


১৬ সেপ্টেম্বর ২০১৮ ০০:৫৪

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসক বোর্ডের পাঁচ জন সদস্য এক ঘন্টার অধিক সময় কারাগারের ভেতরে ছিলেন।
 
শনিবার (১৫সেপ্টেম্বর) বিকালে কারা ফটকের বাইরে এসে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সহকারি সার্জন ডা. মাহমুদুল হাসান গণমাধ্যমকে জানান, চিকিৎসক বোর্ডের সদস্যরা বেগম খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেছেন। আগামীকাল (রোববার) মেডিকেল বোর্ড সদস্যরা অফিসিয়ালি আমাদের কাছে রিপোর্ট পেশ করবেন। 
 
কী সমস্যা ছিল জানতে চাইলে তিনি জানান, ওনার পূর্বের যে সমস্যাগুলো ছিল সেগুলোই আছে। যেমন, আর্থাইটিস, হাটুতে ব্যাথা ও হৃদযন্ত্রে ব্যাথা রয়েছে। 
 
বিদেশে নেওয়ার ব্যাপারে জানতে চাইলে সহকারী সার্জন জানান, এ বিষয়ে বোর্ডের মতামত ছাড়া বলা যাবে না। 
 
প্রেসক্রিপশন দিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, রিপোর্ট পেশের পরই সিদ্ধান্ত হবে। 
 
স্বাস্থ্য অবনতির দিকে যাচ্ছে কিনা প্রশ্ন করলে তিনি বলেন, সেটিও বোর্ডের রিপোর্ট অনুযায়ী বিস্তারিত জানা যাবে।
 
একেএ