ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা অক্টোবর ২০২৪, ১৯শে আশ্বিন ১৪৩১


১ প্যাকেটের দাম ৬৫০০০ টাকা!


৩ আগস্ট ২০১৯ ০৭:১৩

ভালো মানের কনডম কিনতে আকাশ ছোঁয়া দাম শোধ করতে হচ্ছে প্রেমিক-প্রেমিকা ও জীবনসঙ্গীদের। এক প্যাকেট কন্ডোমের দাম প্রায় ৭৫৫ থেকে ৮০০ মার্কিন ডলার। ভারতীয় মূদ্রায় যা প্রায় ৫৭ হাজার টাকা এবং বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৫ হাজার টাকা।

সস্তার কনডম কিনে অনাকাঙ্খিত গর্ভধারণের ঝুঁকি নিতে নারাজ ভেনিজুয়েলার তরুণ প্রজন্ম। আর ভালো মানের কন্ডোম মানেই তা বিদেশ থেকে আমদানি করা। সেগুলির দামও অনেক বেশি। অপারগ হয়ে সোনা বা হিরের দামেই নিজেদের যৌন জীবন সুরক্ষিত করতে বাধ্য হচ্ছে ভেনিজুয়েলার মানুষ। লম্বা লাইন দিয়ে ‘আকাশ ছোঁয়া’ দামেই কিনছেন কনডম বা গর্ভনিরোধক ওষুধ।

সস্তার গর্ভনিরোধক ব্যবস্থা মাঝ পথে ব্যর্থ হলে গর্ভধারণের একটা ঝুঁকি থেকেই যায়। আর একবার গর্ভধারণের পর গর্ভপাত করানোর কোনও উপায় নেই! কারণ, ভেনিজুয়েলায় গর্ভপাত করানো কঠোর শাস্তিযোগ্য অপরাধ। সুতরাং, হয় যৌন জীবনে অকাল অবসর, না হয় সোনার দামে কনডম বা গর্ভনিরোধক ওষুধ কেনা ছাড়া ভেনিজুয়েলার নাগরিকদের কাছে আর কোনও উপায় নেই আপাতত!