বৃদ্ধা মায়ের পাশে ওসি মনিরুল ইসলাম

নাটোরের সিংড়ায় বৃদ্ধা জমিলা বেওয়া (৫০) এর পাশে দাঁড়ালেন সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম।
বৃদ্ধার বাড়ি উপজেলার বিলদহর গ্রামে। গত দুমাস আগে তাঁর স্বামী আব্দুল কুদ্দুস মারা যান। মৃত্যুর পর ১ বিঘা জমির উপর নজর পড়ে দু ছেলের। মায়ের কাছ থেকে জোরপূর্বক লিখে নেয়ার জন্য চাপ দিতে থাকে।
মা কথা না শোনায় শুক্রবার সকালে মায়ের ঘড়ের আসবাবপত্র ভাংচুর এবং মাকে শাসায়। সন্ধ্যায় নির্যাতনের শিকার মায়ের কাছে ক্ষমা চেয়ে তাঁকে দেখভালের ওয়াদা দিলেন ছেলে সাইদুর।
ঘটনাটি জানতে পেরে সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম এর নির্দেমশে এএসআই শফিক বৃদ্ধার ছেলে সাইদুর কে থানায় নিয়ে আসেন। শুনে মা ও ছুটে আসেন। পরে ছেলে তাঁর মাকে দেখ ভালোর কথা দিয়ে মাকে নিয়ে যান।
এসময় উপস্থিত ছিলেন, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ, সাংবাদিক আবু সাইদ, শেরকোল ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম আরিফ প্রমূখ।
নতুনসময়/আল-এম