ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


দুই পুলিশ সদস্যের সহানুভুতি


২২ মে ২০১৯ ২২:০৪

সংগৃহীত

ইফতারের ঠিক আগমুহূর্তে বন্দর নগরী চট্টগ্রামের গোলপাহাড় মোড়ে বাঁশবোঝাই একটি ঠেলাগাড়ি ঠেলছিল দুই শ্রমিক। রাস্তাটি উঁচু হওয়ায় বাঁশবোঝাই গাড়িটি ঠেলে তুলতে কষ্ট হচ্ছিলো তাদের।

কিছুদূর উঠে আবার নিচে নেমে আসছিলো ভারী এ গাড়িটি। বাঁশবোঝাই ঠেলাগাড়িটি নিয়ে শত চেষ্টা করেও এগোতে পারছিলেন না তারা। তবে এই দুই দিনমজুরের কষ্ট সহ্য পারেননি গোলপাহাড় মোড়ে কর্তব্যরত দুই পুলিশ কর্মকর্তার। তারা দ্রুত এগিয়ে আসেন ওই দুই শ্রমিকের ভার লাঘবে। মানবিকতার কারণে হাত লাগিয়ে উপরে ঠেলে তুলেন বাঁশবোঝাই ঠেলাগাড়িটি।

ছবিতে- পুলিশের পোশাক পরিধানরত অবস্থায় দিনমজুরদের মতো যাকে গাড়ি ঠেলতে দেখা যাচ্ছে, তিনি নগরীর ট্রাফিক বিভাগের দক্ষিণ জোনের সিনিয়র সহকারী কমিশনার সুলতান মোহাম্মদ আলী খান। আর পিছনে যে পুলিশ সদস্যকে দেখা যাচ্ছে তিনি গোলপাহাড় মোড়ে কর্তব্যরত একজন ট্রাফিক সার্জেন্ট।

নতুনসময়/আল-এম