শিক্ষককে মারধর, সমালোচিত ছাত্রলীগ সভাপতিকে গ্রেফতার

নকলে বাধা দেওয়ায় পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজের প্রভাষক মাসুদুর রহমানকে কিল-ঘুষি, লাথিসহ মারধরের ঘটনায় কলেজ ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন জুন্নুনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ওবায়দুল হক।
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নকলে বাধা দেওয়ায় গত ১২ মে সরকারি শহীদ বুলবুল কলেজ গেটেই প্রভাষক মাসুদুর রহমানকে কিল-ঘুষি ও লাথি মেরে চরম লাঞ্ছিত করে একদল যুবক। এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বুধবার সারাদেশে নিন্দার ঝড় ওঠে।
এ ঘটনায় কলেজ অধ্যক্ষের করা মামলায় এর আগে দু'জনকে গ্রেফতার করে পুলিশ। ওই দু'জন সরকারি শহীদ বুলবুল কলেজের ছাত্র না হলেও তারা কলেজ ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন জুন্নুনের ঘনিষ্ঠ বলে জানা গেছে।’
নতুনসময়/আল-এম