ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


তারেক-ফখরুলসহ ৬ নেতার বিরুদ্ধে ছিনতাই মামলা তদন্তের নির্দেশ


৬ মে ২০১৯ ০২:৩৩

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছয় নেতার বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

রবিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ানের আদালতে মামলাটি দায়ের করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে মামলাটি বংশাল থানাকে তদন্তের নির্দেশ দেন।

এ মামলায় দলটির আরও চার নেতাকে আসামি করা হয়েছে। তারা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভী আহমেদ।


নতুনসময়/এনএইচ