ঢাকা রবিবার, ১১ই জানুয়ারী ২০২৬, ২৮শে পৌষ ১৪৩২


হলি আর্টিজান হামলার অন্যতম আসামি গ্রেপ্তার


২৬ জানুয়ারী ২০১৯ ০৬:৫৫

ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের নাচোল এলাকা থেকে হলি আর্টিজান হামলার অন্যতম আসামি জঙ্গি নেতা শরীফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব পঞ্চম ব্যাটালিয়ানের অধিনায়ক জানিয়েছেন, ইজি বাইকে করে রাজশাহী থেকে নাচোলে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে র‌্যাব।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যা মামলায় জঙ্গি নেতা শরীফুলকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন রাজশাহীর একটি আদালত।

গুলশানের হলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালের ১ জুলাই রাতভর জিম্মি করে রেখে জঙ্গিরা দুই পুলিশ কর্মকর্তা, ৯ ইতালীয়, ৭ জাপানি, এক ভারতীয় ও এক মার্কিন নাগরিককে নির্মমভাবে হত্যা করেছিল।