খালেদার জামিন আবেদন ৪ ফেব্রুয়ারি নিষ্পত্তির নির্দেশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায় করা কুমিল্লায় চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে হত্যার মামলায় জামিন আবেদন ৪ ফেব্রুয়ারি নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট । কুমিল্লার বিচারিক আদালতের প্রতি এ নির্দেশ দেওয়া হয়।
বুধবার (২৩ জানুয়ারি) বিচারপতি মো. রেজাউল হক বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এ আদেশ দেন। খালেদা জিয়ার পক্ষে থেকে আইনজীবী ছিলেন এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল।
আইনজীবী এ জে মোহাম্মদ আলী বলেন, ওই আদালতে শুনানি চার বার পেছানো হয়। এখন ৪ ফেব্রুয়ারি সময় নির্ধারণ করা আছে। ওইদিনই আবেদনটি নিষ্পত্তি করতে হবে।
প্রসঙ্গত বিএনপি-জামায়াতসহ ২০দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি নৈশ কোচে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। আইকন পরিবহনের ওই বাসটি কক্সবাজার থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। ওই আগুনে পুড়ে ঘটনাস্থলে সাতজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।
এরপরদিন অর্থাৎ ৩ ফেব্রুয়ারি রাতে এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) নূরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা করেন।
/আনু