ঢাকা সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


হাইকোর্টে ব্যারিস্টার মইনুলের জামিন, মুক্তিতে বাধা নেই


১৪ জানুয়ারী ২০১৯ ০৪:১৫

ফাইল ফটো

মানহানির অভিযোগে দায়ের করা মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিনের আদেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে, তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।

রোববার (১৩) জানুয়ারী হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

ব্যারিস্টার মইনুলের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এবং তাঁর সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাসুদ রানা।

খন্দকার মাহবুব হোসেন বলেন, মানহানির অভিযোগে বিভিন্ন আদালতে দায়ের করা ১৫টি মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই অভিযোগে তার বিরুদ্ধে দায়ের হওয়া আরও তিনটি মামলা বিচারের প্রক্রিয়ায় না থাকায় এসব মামলায় তার জামিনের প্রয়োজন নেই। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই।

উল্লেখ্য, গত বছরের ১৬ অক্টোবর রাতে একটি বেসরকারি টেলিভিশনের লাইভ টকশোতে ব্যারিস্টার মইনুল হোসেন নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে অশালীন মন্তব্য করেন। তাঁর এ মন্তব্যের সারাদেশে সমালোচনার ঝড় ওঠে।

এরপর রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মানহানি ও ডিজিটাল আইনে মামলা করা হয়। তবে রংপুরে করা মানহানির মামলায় ২০১৮ সালের ২২ অক্টোবর রাতে রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।