ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


রাশেদ খান মেননের শপথ ও প্রজ্ঞাপনের স্থগিতাদেশ চেয়ে রিট


২ জানুয়ারী ২০১৯ ০৩:৪৫

ফাইল ফটো

ঢাকা-৮ আসনের ফলাফলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত এমপি রাশেদ খান মেননের শপথ ও এর প্রজ্ঞাপনের স্থগিতাদেশ চেয়ে মঙ্গলবার আইনজীবী ইউনুছ আলী আকন্দ একটি রিট করেন যার নাম্বার নম্বর-২। এই রিটকারী আইনজীবীও এ আসনে এমপি হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

রিটে পাঁচজনকে বিবাদী করা হয়েছে। তারা হলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, আইন সচিব, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, ঢাকা বিভাগের রিটার্নিং অফিসার এবং নির্বাচিত এমপি রাশেদ খান মেনন।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মহাজোট প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিজয়ী হন। তিনি এক লাখ ৩৯ হাজার ৫৩৮ ভোটে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী নিকটতম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৩৮ হাজার ৭১৭ ভোট পান।