বিএনপির তিন নেতার প্রার্থিতা বাতিল

উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করে নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপি মনোনীত তিন প্রার্থীর প্রার্থীতা বাতিল করেছেন হাইকোর্ট। এরা হলেন নাটোর-৪ আসনের আব্দুল আজিজ, গাইবান্ধা-৪ আসনের ফারুক কবির এবং নরসিংদী-৩ আসনের মঞ্জুর এলাহীর প্রার্থিতা বাতিল করেছেন হাইকোর্ট।
আজ বুধবার পৃথক পৃথক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোটের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
নতুনসময়/আইএ/