ঢাকা সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


আদালতের নির্দেশের পর ভাঙা হচ্ছে গুলশান শপিং সেন্টার


২৩ জানুয়ারী ২০২৪ ১৩:৫২

সংগৃহিত

আপিল বিভাগের রায়ের পরই রাজধানীর ঝুঁকিপূর্ণ গুলশান শপিং সেন্টার ভাঙার কাজ শুরু হয়েছে। গতকাল সোমবার (২২ জানুয়ারি) রাত থেকেই ভবনটি ভাঙার প্রক্রিয়া শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ (রাজউক) সংশ্লিষ্টরা।

তবে অরক্ষিতভাবে ভবন ভাঙার কারণে পুলিশের আপত্তিতে কয়েক ঘণ্টার মধ্যে কাজ স্থগিত হয়। তবে আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে আবার ভাঙা শুরু হয়েছে।

এর আগে, গতকাল সোমবার সকালে গুলশান-১ এর ভবনটি গুঁড়িয়ে দিতে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবাদুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ বিচারকের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ গত ১২ ডিসেম্বর ৩০ দিনের মধ্যে এই ভবন ভেঙে ফেলার নির্দেশ দেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন, রাজউকসহ সংশ্লিষ্টদের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছিল আদালতের রায়ে।

উল্লেখ্য, রাজধানীর গুলশান শপিং সেন্টার ঝুঁকিপূর্ণ হওয়ায় গত ১৩ জুলাই ভবনটি সিলগালা করে দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট। শপিং সেন্টারটিতে ৭২৩টি দোকান আছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ বাবদ চুক্তি অনুযায়ী দেয়া হয় ২০০ কোটি টাকা। শুরুর দিকে আপত্তি থাকলেও সর্বোচ্চ আদালতের রায়ে খুশি ব্যবসায়ীরা। তারা বলছেন, ভবনটি ভেঙে নতুন শপিং সেন্টার হলে ৪০০ ব্যবসায়ী দোকান করার সুযোগ পাবেন।