আদালতে তোলা হচ্ছে মঈনুলকে

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ব্যারিস্টার মইনুল হোসেনকে মঙ্গলবার দুপুরের দিকে আদালতে নেয়া হতে পারে।
সাংবাদিক মাসুদা ভাট্টিকে টকশোতে ‘চরিত্রহীন’ বলায় রংপুরে দায়ের করা মানহানির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার রাতে আ স ম আবদুর রবের উত্তরার বাসা থেকে গ্রেপ্তারের পর মঈনুলকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, মঈনুলকে রংপুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে সোপর্দ করা হবে। আদালত অনুমতি দিলে তাকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি পুলিশ।
সম্প্রতি এক টেলিভিশন টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’বলার পর থেকে সমালোচনার মুখে পড়েন মঈনুল। একপর্যায়ে তিনি টেলিফোনে ক্ষমা চাইলেও মাসুদা ভাট্টি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আসছিলেন। তা না করায় মঈনুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন মাসুদা ভাট্টি।
পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেও মানহানির অভিযোগে একাধিক মামলা হয় তার বিরুদ্ধে। এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর মঈনুল কয়েকটি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনও নেন।
গতকাল সোমবার রংপুরে ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন মানবাধিকারকর্মী মিলি মায়া। সেই মামলায় মঈনুলকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
এমএমএন