ঢাকা রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


তাপসের বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে অভিযোগ


২৪ মে ২০২৩ ২০:৪৯

‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষ থেকে এমন আপত্তিকর মন্তব্য করায় তার বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

বুধবার (২৪ মে) সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর এজলাসে গিয়ে এ অভিযোগ দেন তারা।

অভিযোগটি তুলে ধরেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।

এ সময় আদালত পত্রিকার কপি জমা রাখেন এবং বলেন, বক্তব্যটি ভালো করে পড়ে দেখে কী করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে, গত রোববার (২১ মে) বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তাপস বলেন, মনটা চায় আবার ইস্তফা দিয়ে ফিরে আসি। যেখানে মুগুর দেওয়ার সেটাও জানি। একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম। মশিউজ্জামানকে (বারের গত নির্বাচনের সাব কমিটির প্রধান) আমরা মনে করতাম, ওরে বাবা, কী জানি ফেরেশতা আসছে। অথচ, সবচেয়ে বড় চোর মশিউজ্জামান। যে সকল সুশীলরা আমাদেরকে বুদ্ধি দিতে যাবেন সেই সকল সুশীলদের আমরা বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীর কালো পানিতে ছেড়ে দেব।