কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে হোটেল ও ফার্মেসিকে জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে অভিযান পরিলনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।
এ সময় মিষ্টি প্যাকেট, ফল বিক্রির প্যাকেট ওজন বেশি থাকায় এবং মেয়াদ উর্ত্তিণ ওষুধ রাখার অভিযোগে ১টি হোটেল ও ২টি ওষুধের দোকানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, ভোক্তা অধিকার সংরক্ষণে তারা নিয়মিত জেলার বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।
মঙ্গলবার দুপুরে একটি হোটেলকে ৫ হাজার টাকা অপর দুইটি ওষুদের ফার্মেসিকে আরো ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযান পরিচালনার সময় কালীগঞ্জ সিনিয়র মৎস্য অফিসের সম্প্রসারণ কর্মকর্তা আইরিন নাহার উপস্থিত ছিলেন।
এমএ