আপিল বিভাগে নতুন ৩ বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তিনজন নতুন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির নির্দেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
তিন বিচারপতি হলেন— মো. আশফাকুল ইসলাম, মো. আবু জাফর সিদ্দিকী ও জাহাঙ্গীর হোসেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে কর্মরত তিনজন বিচারপতিকে তাদের শপথগ্রহণের তারিখ থেকে আপিল বিভাগের বিচারপতি নিয়োগ করিয়াছেন। এ নিয়োগ শপথগ্রহণের তারিখ থেকে কার্যকর হইবে।
দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে বর্তমানে ছয় বিচারপতি রয়েছেন, যাদের মধ্যে একজন দীর্ঘদিন ধরে ছুটিতে।
আইকে