ঢাকা সোমবার, ৬ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


২১ আগস্ট গ্রেনেড হামলা: হাইকোর্টে শুনানি শুরু


৫ ডিসেম্বর ২০২২ ২২:৩৮

প্রতিকি

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শুরু হয়েছে হাইকোর্টে।

সোমবার (৫ ডিসেম্বর) বিচারপতি সহিদুল করিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আলোচিত এ মামলার শুনানি শুরু হয়। এদিন সব আসামির সাজা বহালের আবেদন করার কথা বলেছে রাষ্ট্রপক্ষ।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে নৃশংস গ্রেনেড হামলায় অল্পের জন্য রক্ষা পান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হামলায় আইভি রহমানসহ নিহত হন ২৪ জন। সে হামলায় ২০১৮ সালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত।

মামলায় পলাতক তারেক রহমানসহ ১৯ জনকে দেয়া হয় যাবজ্জীবন। ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। এই মামলায় অন্যতম আসামি মুফতি হান্নানসহ ৩ জনের অন্য মামলায় ফাঁসি কার্যকর হয়েছে।

আইএ/


হাইকোর্ট