ডাকাতি মামলায় ৫ দিনের রিমান্ডে উজ্জ্বল হত্যার প্রধান আসামি বাবলা ডাকাত

চাঁদপুর উত্তর মতলবের চাঞ্চল্যকর উজ্জ্বল হত্যা মামলার প্রধান আসামি বাবলা ডাকাতকে শরীয়তপুরের জাজিরা থানার ডাকাতি মামলায় ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার বাবলা ডাকাতকে দুটি মামলায় শোন এরেস্ট দেখিয়ে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে তা মঞ্জুর করে এ আদেশ দেন শরীয়তপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ।
গেল ২৭ অক্টোবর উজ্জ্বল মিয়াজি হত্যা মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এর আগে চলতি বছরের ৪ মে রাতে একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে নিজ শশুরবাড়ি এলাকা চাঁদপুরের মতলবে গেলে সেখানে উজ্জ্বল মিয়াজিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে বাবলা ডাকাতসহ অভিযুক্তরা।