ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


কিশোরী ধর্ষণ মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড


৮ সেপ্টেম্বর ২০২২ ০৩:১২

খুলনার খালিশপুরে আজ বুধবার দুপুরে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আব্দুস ছালাম খান এর নেতৃত্বে কিশোরীকে ধর্ষণ মামলায় পাঁচ আসা‌মিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রায় ঘোষণার সময় দুই আসা‌মি আদালতে উপ‌স্থিত ছিলেন। বাকি তিন আসামি পলাতক আছেন।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসা‌মিরা হ‌লেন- আলী আকবর ওরফে হৃদয়, মেহেদী হাসান ওরফে ইবু, সোহেল, আব্দুল্লাহ ও মোহন। এরপর সোহেল, আব্দুল্লাহ ও মোহন পলাতক রয়েছেন।

খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী, স্পেশাল পি পি ফ‌রিদ আহমেদ এ রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১১ সালের ২৩ মার্চ আসামিরা খুলনার খালিশপুর থেকে ভুক্তভোগী কিশোরীকে অপহরণ করে একটি পরিত্যক্ত স্থানে নিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ভুক্তভোগীকে বাড়ির পাশে ফেলে গিয়ে কিশোরীটির পরিবারকে মামলা না করার জন্য হুমকি-ধামকি দেন তারা।

ভুক্তভোগীর মা পরের দিন ২৪ মার্চ খালিশপুর থানায় দুইজনের নাম উল্লেখ করে ও তিনজনকে অজ্ঞাত হিসেবে আসামি করে মামলা করেন।