মুক্তিযোদ্ধার সন্তানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা

কিশোরগঞ্জ হোসেনপুরের দক্ষিণ পুমদী এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত আশরাফের একমাত্র সন্তান মোঃ কানন মিয়াকে উদ্দেশ্য মূলক রামদা দিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে তার সৎ চাচা সন্ত্রাসী ও ভূমিদস্যু বিজিবি এলপিআর লিভ প্রিপারেশন ফর প্রস্তুতিমূলক ছুটি ভুক্ত ব্যাক্তি এ, এস, এম, বীর বাহাদুর রতন ও তার সহযোগী স্ত্রী সালমা বেগম, এবং তার ছেলে কিশোর গ্যাং লিডার, আবদুল্লা আল জুবায়ের (সানি)।
এ বিষয়ে এলাকাবাসী জানায়, মৃত মাজিম উদ্দিনের ছেলে বীর বাহাদুর রতন একজন খারাপ প্রকৃতির লোক, সে সন্ত্রাসী, ভূমিদস্যু , তার ছেলে আব্দুল্লা আল সানি, কিশোর গ্যাং লিডার। তার অপরাধ ভয়ে মুখ খুলেছে না এলাকার সাধারণ মানুষ,
সৎ ভাইয়ের জমি জোরপূর্বক দখল না করতে পারায় তার ভাতিজাকে মেরে ফেলার জন্য রামদা দিয়ে কুপাল পরে মৃত ভেবে পালিয়ে যায় এসময় এলাকাবাসী তাকে উদ্ধার করে, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।এ
লাকাবাসী আরও বলেন, সে প্রশাসনের সদস্য বলে বিভিন্ন অপরাধ করে বেড়ায় আর জানিনা কোন অদৃশ্য শক্তির কারণে প্রশাসনে চাকরি হয় তার চাকরির পূর্বেও একাধিক মামলার আসামি ছিলেন শুধু তাই নয় জেলও খেটেছেন সে।
তারা আরও জানাযায়, বিডিআর বিদ্রোহ ফিলকোণীর মামলায় জড়িত ছিলেন এই ব্যাক্তি।
তার পরেও কি করে চাকরি হয়েছিল আর কি করে বহাল ছিল তার চাকরি অবসর পর্যন্ত, তার খুটির জোর কোথায় জানতে চায় পুরো এলাকাবাসী, এবং প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে সচেতন মহল বিষয়টি খতিয়ে দেখার জন্য।
এবিষয়ে বীর বাহাদুর রতন এর মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করলেও সম্ভব হয়নি।