ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


আপিল বিভাগে নতুন তিন বিচারক


৯ অক্টোবর ২০১৮ ০৪:২৩

হাইকোর্ট বিভাগ থেকে বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী এবং বিচারপতি মো. নূরুজ্জামানকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়।

সোমবার (৮ অক্টোবর) রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার এ তিন বিচারককে নিয়োগ দেয় মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান।

তিনি বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগে নিয়োগ পাওয়া এ তিন বিচারপতি শপথ নেবেন। নতুন তিনজনকে নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকের সংখ্যা হল সাতজন।

এসএ