ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


হেফাজত নেতা ফখরুল ৪ দিনের রিমান্ডে


২৬ এপ্রিল ২০২১ ০৩:৪৯

রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় হেফাজতে ইসলামের সাবেক প্রচার সম্পাদক মুফতি ফখরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান শুনানি শেষে ভার্চুয়ালি এ আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ২০১৩ সালের পল্টন থানায় করা মামলায় কারাগার থেকে ভার্চুয়াল হাজির করা হয়। একইসঙ্গে তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক চার দিনের রিমান্ডের আদেশ দেন।

গত ১৯ এপ্রিল ২০১৩ সালের আরেক মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতের দোষ স্বীকার করে জবানবন্দি দেন। এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

১৫ এপ্রিল মুফতি ফখরুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে ১৪ এপ্রিল সন্ধ্যায় মুফতি ফখরুল ইসলামকে গ্রেফতার করা হয়।