ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


সিনহার একাউন্টে লেনদেনের ঘটনায় অনিয়মের তথ্য পেয়েছে দুদক


৫ অক্টোবর ২০১৮ ০৫:২৯

ফারমার্স ব্যাংকের দুইটি একাউন্ট থেকে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার একাউন্টে ৪ কোটি টাকা লেনদেনের ঘটনায় অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকালে দুদকের প্রধান কার্যালয়ে চেয়ারম্যান ইকবাল মাহমুদ সাংবাদিকদের একথা জানান।

দুদক চেয়ারম্যান বলেন, ফারমার্স ব্যাংকের দুটি একাউন্ট থেকে চার কোটি টাকা ঋণের ব্যাপারে আমরা তদন্ত করেছি। তদন্ত শেষ হয়ে গেছে। অনেকের সংশ্লিষ্টতা পাওয়া হেছে।

সাবেক প্রধান বিচারপতি জড়িত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, গুরুত্বপুর্ন থাকুক আর যেই থাকুক যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বা যাবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেব। দুর্নীতির সংশ্লিষ্টতা পাওয়া নির্দিষ্ট কোন ব্যক্তির নাম বলতে রাজি হননি দুদক প্রধান।

তিনি বলেন, দুটি একাউন্ট থেকে ঋণ প্রক্রিয়া এবং এই টাকা মানি লন্ডারিং বা বিভিন্ন জায়গায় যাওউয়া নগদ উত্তোলন এসকল বিষয়ে অনেক কিছু এসেছে। দুদকের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হলে বলেন, যা হয় তাই হবে। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী মামলা করব।

ফারমার্স ব্যাংক থেকে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার একাউন্টে চার কোটি টাকা জমা হওয়ার বিষয়টি তদন্ত করতে ফারমার্স ব্যাংকের সাবেক এমডি এ কে এম শামীমসহ ছয় কর্মকর্তাকে গত মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) তলব করে দুদক।

তলবের প্রেক্ষিতে গত বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে তলবকৃত ৬ দুদকে জিজ্ঞাসাবাদের জন্ত হাজিরা দেন।

তলবের সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়, ফারময়ার্স ব্যাংকের কতিপত কর্মকর্তার যোগসাজশে অরতারণা ও জালিয়াতির মাধ্যমে চার কোটি টাকার ঋণ অনুমোদন করে ওই টাকা রাষ্ট্রের গুরুত্বপূর্ন এক ব্যক্তির নামে হস্তান্তর দেখিয়ে আত্মসাত ও মানি লন্ডারিং করা হয়েছে।

এমএ