সিনহার বিরুদ্ধে তদন্তে নামছে দুদক

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানিয়েছেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে ব্যারিস্টার নাজমুল হুদা যে অভিযোগ করেছেন সেটা তদন্ত করা হবে।
এস কে সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার করার মামলার এফআইআর কপি দুদকে এসে পৌঁছানোর পর বুধবার (৩ অক্টোম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানান, এসকে সিনহার বিরুদ্ধে ব্যারিস্টার নামমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার করা মামলার নথি আমরা আদালতের মধ্যমে পেয়েছি। খুব শিগগিরি এ মামলাটির জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আজই কমিশন কার্যালয়ে আয়োজিত বৈঠকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
তিনি আরো বলেন, এস কে সিনহার ভাই অনন্ত কুমার সিনহা এতো কম সময়ে কিভাবে আমেরিকাতে বাড়ি কিনলেন-সে বিষয়টি নিয়ে অনুসন্ধান করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ থানায় এস কে সিনহার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে একটি মামলা করেন ব্যারিস্টার নাজমুল হুদা। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২০ জুলাই নাজমুল হুদার কাছে তিন কোটি ২৫ লাখ টাকা ঘুষ দাবি করেন সিনহা।
এসএমএন