সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিচার শুরু

ফারমার্স ব্যাংকের ঋণ আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। ফলে মামলাটির আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম অভিযোগ গঠন করেন। এসময় এস কে সিনহাসহ পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
আগামী ১৮ আগস্ট সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন। এর আগে ২০ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মামলাটি ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালেত বদলির আদেশ দেন। গত বছরের ১০ ডিসেম্বর আদালতে মামলাটির চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা দুদকের পরিচালক বেনজীর আহমেদ।