ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


অবশেষে জামিন পেলেন সিফাত


১০ আগস্ট ২০২০ ১৭:৪০

কক্সবাজারে পুলিশের চেকপোস্টে গুলিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনায় গ্রেপ্তার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী সাহেদুল ইসলাম সিফাত জামিন পেয়েছেন।

আজ সোমবার (১০ আগস্ট) সকালে তার জামিন হয়।

সিফাতের জামিন আবেদনের শুনানি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (টেকনাফ-৩) এর বিচারক তামান্ন ফারাহর আদালতে রোববার অনুষ্ঠিত হয়। সোমবার আদেশের দিন ধার্য করা হয়।

রোববার সিফাতের আইনজীবী মাহবুবুল আলম টিপু জানান, পুলিশের কাজে বাধা প্রদান ও মাদকের দুটি মামলায় সিফাতের জামিন আবেদন করা হয়েছিল।

এর আগে রবিবার বেলা ১২টায় শুনানি শেষে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম দেলোয়ার হোসেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথের জামিন আবেদন মঞ্জুর করেন। গতকাল মুক্তি পান সিপ্রা।

সিনহার অপর সঙ্গী শাহেদুল ইসলাম সিফাতের জামিন আবেদনের শুনানি হলেও আদালত তাঁকে আজ সোমবার জামিনের আদেশ দেন।