ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে ড. শান্ত


১৯ জুলাই ২০২০ ২০:৩৫

ফাইল ছবি

তরুণ আওয়ামী লীগ নেতা সিনিয়র অর্থনীতিবীদ ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আশিকুর রহমান শান্ত বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। দলমত নির্বিশেষে এ অভিযান অব্যাহত থাকবে বলে মনে করেন ড.শান্ত।
তিনি বলেন, র‌্যাবের অভিযানে সদ্য গ্রেপ্তার হওয়া প্রতারক সাহেদ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মুঠোফোনে শান্ত এসব কথা বলেন।
আশিকুর রহমান আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে মাদকবিরোধী, দুর্নীতিবিরোধী অভিযান সরকারের অব্যাহত থাকবে। যতবড় ক্ষমতাধর হোক না কেন তাকে আইনের আওতায় আসতেই হবে। আগামির সপ্নময় সোনার বাংলাদেশ গড়ে তোলা এবং তরুণ প্রজম্মের স্বপ্ন বাস্তবায়নের জন্যই অপরাধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো ট্রলারেন্স।
সাহেদ গ্রেপ্তারের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতারক সাহেদকে গ্রেপ্তার করে বিশাল দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার, সরকারকে নিয়ে সর্বমহলে প্রশংসা। প্রধানমন্ত্রীর ঘোষণার পর নিজের দল থেকে অভিযান শুরু করেছেন এবং বিগতদিনে যে দুর্নীতিবিরোধী অভিযান হয়েছে তাতে কেউ ছাড় পায়নি, আর ভবিষ্যতেও কেউ পাবে না।