ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথি জালিয়াতি, জবানবন্দি দিয়ে কারাগারে ছাত্রলীগ নেতা


১৬ মে ২০২০ ০১:০৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথি জালিয়াতির অভিযোগে গ্রেফতার ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি (বহিষ্কৃত) তরিকুল ইসলাম মুমিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

শুক্রবার (১৫ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আরার আদালতে তিনি এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) ফরিদ। 

তিনি জানিয়েছেন, আজ মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম উর রশীদ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মুমিনকে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে বিচারক আসামি মুমিনের জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে গত ৮ মে মুমিনসহ ৩ জনের ৪ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছিলেন আদালত। এর পর আবারও তাদের ২ দিনের রিমান্ডে পাঠানো হয়। শুক্রবার রিমান্ড শেষে মুমিনকে আদালতে হাজির করা হয়।

এদিকে একই মামলায় রিমান্ড চলাকালে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ ও বিনিয়োগ বোর্ডের কর্মচারী নাজিমউদ্দিন। একইসঙ্গে গ্রেফতারের পর দোষ স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী ফাতেমা। তিনি জবানবন্দি দিয়েছেন এবং কারাগারে আটক আছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ৫ মে তরিকুল, ফাতেমা ও ফরহাদকে আসামি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ মোহাম্মদ রফিকুল আলম বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় তরিকুলকে ভোলা থেকে গ্রেফতার করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথি জালিয়াতির ঘটনায় তাকে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়।