হালদা নদীর ডলফিন রক্ষার নির্দেশ হাইকোর্টের

চট্টগ্রামে হালদা নদীতে ডলফিন রক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৭২ ঘণ্টার মধ্যে পদক্ষেপ জানাতে বলা হয়েছে। ভার্চুয়াল পদ্ধতিতে শুনানি নিয়ে হাইকোর্টের প্রথম আদেশ এটি।
মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গতকাল সোমবার চট্টগ্রামের হালদা নদীতে ডলফিন হত্যা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা চেয়ে শুনানির জন্য একটি রিট আবেদন ই-মেইলের মাধ্যমে জমা দেয়া হয়।