ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার ৬৬ জন


১১ সেপ্টেম্বর ২০১৯ ০০:০১

ফাইল ছবি

রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৬৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশে’র বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৩৮৩৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৬৯.৫ গ্রাম ৭৬৫ পুরিয়া হেরোইন, ২ কেজি ২১২ গ্রাম গাঁজা, ২০টি নেশাজাতীয় ইনজেকশন, ১৪ বোতল ফেন্সিডিল এবং ৫ লিটার দেশী ও ৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

০৯ সেপ্টেম্বর, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা রুজু হয়েছে।